#ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২২ প্রবিধানের সারসংক্ষেপঃ-



১। কোর্সের নাম হবে "ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং"।

২। ৪ বছর মেয়াদী (৮ সেমিস্টার)।

৩। মোট ১৫০-১৬০ ক্রেডিট। 

৪। ১ম থেকে ৭ম পর্ব পর্যন্ত সকল উত্তরপত্র বোর্ড কর্তৃক মূল্যায়ন হবে।

৫। ১ম থেকে ৭ম পর্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

৬। ৮ম পর্ব শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

৭। ১ম থেকে ৬ষ্ঠ পর্বে ৪ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবহারিক) রেফার্ড এলে ড্রপ আউট।

৮। ৭ম পর্বে ৪ বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবঃ) রেফার্ড এলে ড্রপ আউট হবে না। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন করে অস্টম পর্বের ফরম পূরণ করত উক্ত পর্বে রেফার্ড পরীক্ষা দিতে পারবে। 

৯। এইচএসসি (ভোকেশনাল) এর পাসকৃত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শূন্য আসনে ক্লাস্টার টেকনোলজিতে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে। 

১০। এইচএসসি (বিজ্ঞান) এর পাসকৃত শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।এইচএসসি (ভোকেশনাল) পাশ ছাত্র-ছাত্রীরাও সুযোগটি কাজে লাগাতে পারবে। 

১১। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ভর্তির বছর থেকে পরবর্তী ৮ (আট) বছর পর্যন্ত থাকবে।

১২। সরকারি টু সরকারি এবং বেসরকারি টু বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থী বদলী হতে পারবে। বদলীর ক্ষেত্রে শিক্ষাক্রম, টেকনোলজি এবং শিফটের মিল থাকতে হবে। তবে প্রথম পর্বের কোন শিক্ষার্থী বদলী কার্যক্রমের আওতায় আসতে পারবেনা। 

১৩। অস্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে শিল্প প্রতিষ্ঠানে ১২ সপ্তাহ এবং  শিক্ষা প্রতিষ্ঠানে ৪ সপ্তাহ। শিক্ষা প্রতিষ্ঠান অংশে প্রজেক্ট প্রস্তুত ও উপস্থাপন করতে হবে। অস্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মূল্যায়নে পাশ মার্ক হবে শতকরা ৫০%. 

১৪ । পর্ব ভিত্তিক গ্রেড পয়েন্টের গুরুত্ব নিম্নরূপঃ

           ১ম = ৫% 

           ২য় = ৫% 

           ৩য় = ১০%

           ৪র্থ = ১০% 

           ৫ম = ২০% 

           ৬ষ্ঠ = ২০% 

           ৭ম = ২০% 

           ৮ম = ১০%



তথ্য সূত্র --👇

https://www.facebook.com/190606947673367/posts/5233194246747920/ 

Post a Comment

নবীনতর পূর্বতন