হাওয়া সিনেমা কোন কোন সিনেমা তে শো চলবে । হল লিষ্ট দেখুন 👇

অনেকেই জিজ্ঞাসা করছে "হাওয়া” সিনেমা ওই হলে দিবেন কি না ? 



আসলে এমন প্রশ্ন প্রচুর । এতে বোঝা যাচ্ছে “হাওয়া” সিনেমাটি নিয়ে সবার প্রচুর আগ্রহ ।


 ছায়াছবি : “হাওয়া”


২৯ জুলাই-২০২২ (রিলিজ সপ্তাহ)


হলের নাম


স্থান মতিঝিল, ঢাকা

১ মধুমিতা সিনেমা

২ শ্যামলী সিনেমা

শ্যামলী স্কয়ার, শ্যামলী, ঢাকা বসুন্ধরা সিটি, পান্ধপথ, ঢাকা স্টার সিনেপ্লেক্স

৪. স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, মিরপুর, ঢাকা

সিমান্ত সম্ভার, ঢাকা

৫ স্টার সিনেপ্লেক্স

৬  স্টার সিনেপ্লেক্স এস.কে.এন. টাওয়ার, মহাখালী, ঢাকা

৭ স্টার সিনেপ্লেক্স বঙ্গবন্ধু সামরিক যাদুঘর, বিজয় স্মরণী, ঢাকা

৮ ব্লক বাস্টার সিনেমাস

যমুনা ফিউচার পার্ক, ঢাকা

লায়ন সিনেমান জিনজিরা, ঢাকা

১০ গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স এয়ারপোর্ট রোড, সিলেট

১১ সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা

১২ উল্কা সিনেমা জয়বেপুর, গাজীপুর

১৩ রুপকথা সিনেমা পাবনা 

১৪মধুবন সিনেপ্লেক্স বগুড়া

১৫ ছায়াবানী সিনেমা ময়মনসিংহ

১৬ শংখ সিনেমা খুলনা

১৭ লিবার্টি সিনেমা খুলনা

১৮ সিনেস্কোপ নারায়নগঞ্জ

১৯ সিলভার স্ক্রি চট্টগ্রাম

২০ সিনেমা প্যালেস চট্টগ্রাম

২১ সুগন্ধা সিনেমা চট্টগ্রাম 

২২ মম ইন বগুড়া

২৩ রুটস সিনেক্লাব সিরাজগঞ্জ

কিন্তু একটি ডিস্ট্রিবিউশন কোম্পানির কাজ কি ? তার কাজ হলো, সিনেমাটি থেকে সর্বচ্চ আয় করা । 

সেই কারণে সিনেমা মুক্তির সময়, একেক সিনেমা একেক ভাবে মুক্তি দিতে হয়, সিনেমা বুঝে । যেমন বর্তমানে হিট সিনেমা “পরান" দুই সপ্তাহ পরে এসে ৫৫টি হলে দিয়েছে, এটা ভুল হয়েছে । এটা আরো পরে করলে, প্রযোজক আরও বেশী টাকা আয় করতে পারত এবং সিনেমাটির জন্য ভালো হতো । 


আমরা হল লিস্ট দিচ্ছি, এই কয়েকটি হলেই মুক্তি দেয়া হবে, এটাই “হাওয়া” সিনেমার জন্য সবচেয়ে ভালো বলে মনে করি । এর বেশী হল আগামী ২-৩ সপ্তাহে বাড়ার কোন সম্ভাবনা নেই (যদি সিনেমা হিট হয়) ।  


জাজ চাইলে ৮০ হলে এক সাথে রিলিজ দিতে পারে । কিন্তু দেবো না । “হাওয়া” সিনেমার স্বার্থে । 


নিন্মে “হাওয়া” সিনেমার হল লিস্ট দেয়া হলো । 


সঙ্গে 

বিঃ দ্রঃ- হাওয়া সিনেমার শুক্রবার ও শনিবারের সব টিকেট সব গুলি সিনেপ্লেক্স এ SOLD 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন