আপনি কম টাকায় ডোমেইন কিনে অধিক দামে ডোমেইন বিক্রয় করে, অধিক টাকা লাভবান হতে পারবেন । 

কারন, বিভিন্ন উৎসবে কোম্পানি গুলি তাদের ডোমেইন কম দামে বিক্রয় করে থাকে, এতে করে আপনি ভালো মানের বেশ কিছু ডোমেইন ক্রয় করে পরবর্তী তে বিক্রয় করতে পারবেন । 



প্রিমিয়াম ডোমেইন কি ?   

ডোমেইন available হিসেবে প্রথম অবস্থায় থাকে । 

কিন্তু সেটি যখন কাষ্টমার কিনে , তারপর সে ডোমেইন কাষ্টমার যখন মার্কেট প্লেস এ বিক্রয় করার জন্য লিষ্ট করে তাকে প্রিমিয়াম ডোমেইন বলে । 


Domain Make offer কি ? 

ডোমেইন যখন কোন কাষ্টমার কিনে বিক্রয় করারর জন্য আবার যেকোনো মার্কেট ফ্লেস এ এড করে এবং একটি ভালো দাম দিয়ে থাকে এবং দাম কমবেশ হতে পারে এতে করে কাষ্টমার ওই ডোমেইন offer করতে পারে । 


Expairdomain কি ? 

ডোমেইন কিনে, আপনি যদি পরে রিনিউ না করেন তাহলে ডোমেইন expairdomain এ চলে যাবে । আর expairddomains এ প্রতিদিন ডোমেইন আপডেট হচ্ছে । আপনি ডোমেইন কিনতে চাইলে সেখান থেকে ভালো মানের ডোমেইন পাবেন । চেক করে আপনি কিনতে পারবেন । এতে করে অনেক সময় বাঁচবে , এবং ভালো কিওয়ার্ড ডোমেইন পাবেন । 


ডোমেইন ট্রান্সপার কি ? 

ডোমেইন টান্সপার প্রধানত 2 ভাগে হয়ে থাকে । 

যেমনঃ

১) পুশ 

2) কন্ট্রোল পেনেল টান্সপার । 


১) পুশ 

উত্তরঃপুশ হলো এক এই কোম্পানি আপনি ডোমেইন টান্সপার করবেন অর্থাৎ ধরেন আপনি বর্তমানে নেইমচিপ এ ডোমেইন কিনছেন, কিন্তু বর্তমানে আপনি আপনার বন্ধুর নেইমচিপ একাউন্ট ডোমেইন টান্সপার করতে চান এটি হলো পুশ । 

এতে কোন টাকা খরচ হয় না৷


২) কন্ট্রোল প্যানেল

 আপনি আপনার ডোমেইন টান্সপার করে । অন্য কোম্পানি তে চলে যাবেন। মানে আপনার ডোমেইন বর্তমানে namecheap একাউন্ট আছে কিন্তু আপনি চলে যায়তে চান godaddy একাউন্টে এ এটি হলো কন্ট্রোল প্যানেল টান্সপার । 


কন্ট্রোল প্যানেল টান্সপার কোন টাকা লাগে কি ? 


হ্যা কোন্ট্রোল প্যানেল টান্সপার করতে, মানে আপনি যে কোম্পানিতে চলে যায়তে চান সে কোম্পানি তে টান্সপার খরচ যত । তত কাটবে তবে বিভিন্ন সময় টান্সপার অফার দেয় কোম্পানি গুলি । 


ডোমেইন টান্সপার হতে কতদিন সময় লাগবে ? 


বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের সর্ত আছে, তবে টান্সপার ১-১৫ দিনের ভিতর হয়ে থাকে । 


টান্সপার করলে সাইটে কোন সমস্যা হবে কি? 

টান্সপার করার পর আপনার সাইটের কোন সমস্যা হবে না । পূর্বে যেমন ছিল থেমন এই থাকবে । 


ডোমেইন বিক্রয় কোথায় করব ? 

আপনার ডোমেইন বিক্রয় করতে চান । 

অবশ্যই ডোমেইন বিক্রয় করতে পারবেন । 

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তেমন বিক্রয় কেন্দ্র নাই , কিন্তু বিদেশি অনেক কোম্পানি আছে ,  

যেমনঃ

1) Sedo

2)Afternic

3)Dan

4)Flippa

5)Epik

6)Squad Help


বাংলাদেশে ডোমেইন বিক্রয় করবেন। 

তাহলেঃ

dab.com. bd

Bgd . com. bd

Dealancer.com



আজকে এই পূর্যন্ত থাক আগামিতে অন্য কোন বিষয় নিয়ে কথা বলব । 

সবাই ভালো থাকেন ।

আর্টিকেল- কাউছার আলম



Post a Comment

নবীনতর পূর্বতন