ডোমেইন প্যানেল কি? 




আমরা সকলেই ডোমেইন কিনার পূর্বে প্রোভাইডারকে জিজ্ঞেস করি ডোমেইন প্যানেল দেওয়া হবে কি? এই ডোমেইন প্যানেলটা অনেকেই বুঝি না। 


আপনি যখন কোন প্রোভাইডার এর ক্লাইন্ট এরিয়া প্যানেল থেকে ডোমেইন অর্ডার করবেন, ডোমেইন একটিভ হবার পর যদি আপনি প্রোভাইডার এর ক্লাইন্ট এরিয়া প্যানেল থেকে নেমসার্ভার, ডিএনএস ম্যানেজমেন্ট এবং ডোমেইন ট্রান্সফার করার জন্য ইপিপি/অথোরাইজেশন কোড ম্যানেজ করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ডোমেইন প্যানেল পেয়ে গেছেন। 


আর যদি ম্যানেজ না করতে পারেন তাহলে বুঝবেন, উক্ত প্রোভাইডার সরাসরি তাদের রিসেলার ইন্ড থেকে ডোমেইন একটিভ না করে, অন্য কোন রেজিস্ট্রার থেকে ডোমেইন কিনে আপনাকে দিয়েছে। তাই আপনি ডোমেইন ম্যানেজ করতে পারছেন না। 


বেশিরভাগ প্রোভাইডারই WHMCS ব্যবহার করে থাকেন। এই WHMCS থেকে যদি আপনি ডোমেইন ম্যানেজ করতে পারেন, বুঝে নিবেন এটাই ডোমেইন প্যানেল। WHMCS ছাড়াও অনেক বিলিং পোর্টাল আছে, যা অনেক প্রোভাইডার ব্যবহার করে থাকেন। 


লজিকবক্স এর কাস্টমার প্যানেল দিয়ে ডোমেইন ম্যানেজ করাকেই কেবল ডোমেইন প্যানেল বলে না। সবাইতো আর লজিকবক্স ব্যবহার করে না।  


উদাহরণস্বরূপ, নেমচিপ/হোস্টিংগার/গোড্যাড্ডী কি লজিকবক্স ব্যবহার করে? তাদের ড্যাশবোর্ড প্যানেল থেকে ডোমেইন ম্যানেজ করা যায়। 


ধন্যবাদ!

কপিরাইট--Paeap.com

Post a Comment

নবীনতর পূর্বতন